• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

অনলাইনে আইডি কার্ডের সফট কপি পাবেন জবি শিক্ষার্থীরা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:৪২ এএম
অনলাইনে আইডি কার্ডের সফট কপি পাবেন জবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এক্ষেত্রে ওয়েবসাইটে স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে করে আইডি কার্ড ডাউনলোড (সফট কপি) অপশনে ক্লিক করতে হবে।

সোমবার (২ আগস্ট) জবির ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের বেশ কিছু শিক্ষার্থীর এনআইডি কার্ড নেই। এনআইডির আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড লাগবে। কিন্তু ১৫ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীরই আইডি কার্ড নেই। এছাড়াও অনেক শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করেছে। তাই এখন শিক্ষার্থীরা এনআইডির আবেদন করতে গেলে ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফটকপি সংগ্রহ করে সেটি প্রিন্ট দিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে পারবে।”

জবির ছাত্র-কল্যাণের এ পরিচালক আরও বলেন, “শিক্ষার্থীরা আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র দিয়ে এনআইডির জন্য আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে এনআইডি কার্ড পাবে। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে। নির্বাচন কমিশনের প্রতিটি অফিসেই এই নির্দেশনা দেওয়া আছে।"

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!