• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

১৪৪ ধারা ভেঙে মাঠে বিএনপি, পুলিশের বাধা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০১:০৩ পিএম
১৪৪ ধারা ভেঙে মাঠে বিএনপি, পুলিশের বাধা

ফেনী শহরের ওয়াপদা মাঠে জেলা বিএনপি ও জেলা যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ স্থানে সমাবেশ করতে না পেরে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় ফেনী শহরের তাকিয়া রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার বিএনপি সমাবেশের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত ৮টায় যুবলীগের পক্ষ থেকে একই স্থানে কর্মিসভা করার ঘোষণা দেওয়া হয়। জেলা বিএনপির সমাবেশ ছিল দুপুর ২টায়। অন্যদিকে জেলা যুবলীগ দুপুর ১২টায় একই স্থানে কর্মিসভা আহ্বান করে।

এদিকে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ফেনী পৌর এলাকায় বুধবার সকাল ৬টা হতে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। 

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, “যেহেতু ১৪৪ ধারা চলছে, তাই জনসমাগম নিষিদ্ধ এবং কেউ যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে গোটা এলাকা ঢেকে রেখেছে।”

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান,  “মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে প্রেরণ করা হয়। কিন্তু প্রয়োজনীয় প্রতিবেদন না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ একই স্থানে কর্মী সমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।“ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির জনসমাবেশ ঘিরে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছিল। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার কথা ছিল সেখানে।

Link copied!