রাজধানী পর চট্টগ্রামেও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এ হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন বাসমালিকরা।
রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে। এই হাফ ভাড়ার সুবিধা শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পাবেন। তবে ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না।
এর আগে ১ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয়েছে।
এদিকে সারা দেশে হাফ ভাড়া কার্যকরসহ ১১ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এসব দাবি নিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।