• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত ২


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৬:১৩ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরা সদর উপজেলার পাজাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদর উপজেলার চাঁদপুর গ্রামের সব্দুল মোল্ল্যার ছেলে গোলাম নবীর মোল্লা (৬৫) ও একই গ্রামের বাবু বিশ্বাস (৬২)। তবে পুলিশ বাবুর বাবার নাম নিশ্চিত করতে পারেনি।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. লিটন শেখ বলেন, যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। উল্টে যাওয়া বাসটি রাস্তা থেকে সরানোর কাজ চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, আহত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। 

Link copied!