• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সামেকে শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৬:০৭ পিএম
সামেকে শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৪৬ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতাল থেকে করোনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে পাঁচজন মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেল ৯১ জন।

ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন- তারা হলেন সদর উপজেলার দহাখোলা গ্রামের নবাব আলীর স্ত্রী সফুরা খাতুন (৩০), খুলনার পাইকগাছা উপজেলার হাউলিয়া গ্রামের মাকফিতুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৬০), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মজিবর রহমান (৭৮), শ্যামনগর উপজেলার কাশিমারী গ্রামের তছির উদ্দীন গাজীর ছেলে নুর মোহাম্মদ (৬৫) ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের আবুল কালামের ছেলে ইয়াসিন (১৫)। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, জেলায় বর্তমানে ৫৭১ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫৮ জন বাড়িতে ও বাকী ১৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহ্বান জানান।

Link copied!