সাতক্ষীরায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১ লাখ স্কুল শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদান কর্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) সকাল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে ১০ শ্রেণীর ছয় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এই টিকা প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন।
সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, আজ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে জেলার ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।