ফরিদপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রিসংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় শ্রাবণ হাসান নামের এক সাংবাদিকের হাত-পা কেটে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নিরাপত্তার স্বার্থে ফরিদপুর কোতোয়ালি থানায় জিডি করেছেন ওই সাংবাদিক।
হুমকিদাতা ব্যক্তি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৭ নম্বর চর সুলতানপুর খালপাড় ডাঙ্গী গ্রামের সেক ইব্রাহিমের ছেলে মো. মনির হোসেন।
জিডি থেকে জানা যায়, “মঙ্গলবার (২২ মার্চ) উপজেলার চরহাজিগঞ্জ গাবতলা মোড় এলাকায় অবৈধভাবে ভেকু বসিয়ে মাটি বিক্রি এবং ড্রাম ট্রাকের বেপরোয়া গতিসংক্রান্ত সংবাদ প্রকাশ করেন ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী সময় নামক পত্রিকার বার্তা সম্পাদক শ্রাবণ হাসান। এরপরের দিন বিকালে একটি নম্বর থেকে শ্রাবণের মুঠোফোনে ফোন আসে। মনির হোসেন নামের এক ব্যক্তি নিজের পরিচয় দেন। ওই খবরের সোর্সদাতার নাম জানতে চায়। মনির হোসেন বলেন, আপনাকে এই খবর কে দিয়েছে, আমার কাছে বলতে হবে। সোর্সদাতার নাম না বলায় উত্তেজিত হয়ে বলেন, আপনাদের সমস্যা কী। আমাদের কর্মে যে বাধা দেবে, তার কিন্তু হাত-পা থাকবে না।”