ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার ২৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শুভ শর্মাকে সভাপতি, অপূর্ব শর্মা অপু সাধারণ সম্পাদক ও রিদয় ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার পাবলিক ক্লাব চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু সায়েম। ছাত্র ইউনিয়নের সভাপতি তাবিবুর রহমান দিপুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাত সমীর শাহজাহান, সাধারণ সম্পাদক মুর্তজা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ সিহাব, ঠাকুরগাঁও জেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক ক্লাবে এসে মিলিত হয়। পরে জেলার নেতারা এই কমিটি ঘোষণা করেন।