• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শীতার্তদের জন্য আশা’র কম্বল


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৫:১৬ পিএম
শীতার্তদের জন্য আশা’র কম্বল

চুয়াডাঙ্গায় শীতার্তদের জন্য কম্বল দিয়েছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা।

সোমবার সকালে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৩৫৬টি কম্বল দেন আশার কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনার সংকটকালেও জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ দিয়ে আশা মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন শীতার্ত মানুষের জন্য কম্বল দিয়ে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো।

এভাবে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের  পক্ষ থেকে আশাকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আশার জ্যেষ্ঠ জেলা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর অঞ্চলের আর এম শেখ সোহেল আহমেদ, দামুড়হুদা অঞ্চলের আরএম কাজী ফজলুল হক, দর্শনা অঞ্চলে আরএম মো. সোজায়েত হোসেন চৌধুরী, চুয়াডাঙ্গা সদর-১ ব্রাঞ্চের বিএম মো. হাফিজ আলী লস্কর, চুয়াডাঙ্গা সদর-২ ব্রাঞ্চের বিএম মো. ফারুক হোসেন, চুয়াডাঙ্গা সদর-১ ব্রাঞ্চের এবিএম মো. ইদ্রিস আলী।

Link copied!