করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে রাত ৮টার পর সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৯ জানুয়ারি) থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ কমাতে দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলা পর্যায়ের করোনা-সংক্রান্ত কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্তের হার ছিল ৭৪. ৮৪ শতাংশ। এ ঊর্ধ্বগতি রোধ করতেই নতুন এই নির্দেশ জারি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরও জানান, সরকারের দেওয়া বিধিনিষেধও বহাল থাকবে। স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে।