• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মুফতি ইজাহারের দুই বছরের সাজা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০১:১৬ পিএম
মুফতি ইজাহারের দুই বছরের সাজা

সম্পদের হিসাব না দেওয়ায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ মার্চ) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির। তার বিরুদ্ধে মামলাটি করে দুদক।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু জানান, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

Link copied!