• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাকে হত্যার পর ছেলের অচেতন হওয়ার ভান


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৬:৫২ পিএম
মাকে হত্যার পর ছেলের অচেতন হওয়ার ভান

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাকে হত্যা করেন ছেলে মো. ইব্রহিম (৩৫)। পরে তিনি অচেতন হওয়ার ভান করে বিছানায় শুয়ে পড়েন।   

শনিবার রাতে হত্যার ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে। মোসাম্মত রুমা বেগম (৪৫) রামগড় পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রুমা বেগম বৃহস্পতিবার বকাঝকা করে ছেলে ইব্রাহিমকে ঘর থেকে বের করে দেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বাড়িতে এসে মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে রুমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর তিনি মাকে ওপরে তুলে মাটিতে এলোপাতাড়ি আছাড় মারতে থাকেন। এতে তার নাক, মুখ ও মাথা থেতলে যায়। অধিক রক্ত ক্ষরণে রুমা ঘটনাস্থলে মারা যান। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। মাকে হত্যার পর ইব্রাহিম অচেতন হওয়ায় ভান ধরে খাটের ওপর শুয়ে থাকেন।

খবর পেয়ে রামগড় থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান। পুলিশ লাশ উদ্ধার এবং ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসে। তার গায়ে পরনের গেঞ্জিতে রক্ত মাখা ছিল।

ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম হত্যার কথা স্বীকার করেছেন। ইব্রাহিম তাদের বড় ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ রোববার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Link copied!