• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাকে শেষ ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন হৃদয়


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৭:২৮ পিএম
মাকে শেষ ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন হৃদয়

কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকার সিকদার রিসোর্ট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম মোহাম্মদ ফয়সাল হৃদয় (২১)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ৩টার দিকে সিকদার রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। হৃদয় কুমিল্লার দেবিদ্বারের আলী আকবরের ছেলে। তবে তারা এখন ঢাকার কামরাঙ্গীচরের বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালেও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়াই তাকে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ। পরে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয় হৃদয়ের। ওই বিষয়ে তার মাকে ক্ষুদে বার্তাও পাঠিয়েছিলেন তিনি।

মহিউদ্দিন আরও জানান, হৃদয়ের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

Link copied!