• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৬:০৮ পিএম
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বড় ভাইয়ের বিরুদ্ধে আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাফেজ আহমেদ (৬০)। তিনি পাইকোটা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। 

এছাড়া অভিযুক্ত আবদুল মালেক (৬৫) নিহত হাফেজ আহমেদের বড় ভাই। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, হাফেজ আহমেদ ও তার ভাই আবদুল মালেকের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিকবার সালিশ বৈঠক হয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে আবদুল মালেক বাড়ির পাশের মমতাজ মিয়া নামের এক ব্যক্তিকে দিয়ে হাফেজ আহমেদকে জাকিরের চা দোকানে ডেকে পাঠান। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানের মধ্যে থাকা একটি ছুরি নিয়ে হাফেজ আহমেদকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আবদুল মালেক।

পরে স্থানীয়রা হাফেজ আহমেদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার বলেন, “হাফেজ আহমেদ ও আবদুল মালেকের মধ্যে সম্পত্তি নিয়ে ২০ বছর ধরে বিরোধ চলছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিক সালিশ হয়। তবে সালিশের কোন সিদ্ধান্তই মানেননি বড় ভাই আবদুল মালেক।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এদিকে অভিযুক্ত আবদুল মালেককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Link copied!