ময়মনসিংহের গৌরীপুরে নিজ বাড়ি থেকে জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।
জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালনের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন।
ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার রাতে ওই যুবক বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে ফাঁস নেন। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।