• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৮:৪২ এএম
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার খারদিয়া ও মুজুরিকান্দা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

রাতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, সংঘর্ষ বন্ধ করতে উপজেলার খারদিয়া ও মুজুরিকান্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ১৩টি ঢাল ও ১৪টি সুরকি উদ্ধার করা হয়েছে। 

এছাড়া বৃহস্পতিবার (২৪ মার্চ) ভাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ওসি।

Link copied!