পাবনার আতাইকুলায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ মো. শাহিদুল ইসলাম (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সাদুল্লাপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহিদুল ইসলাম শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ মনুর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাব পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিদুল ইসলামকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
গ্রেপ্তার শাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনে মামলা করে তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।