• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিজয় দিবসে র‍্যালি বের করার সময় ৪ শিবিরকর্মী আটক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৪:৩৮ পিএম
বিজয় দিবসে র‍্যালি বের করার সময় ৪ শিবিরকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি বের করার সময় ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটকরা হলেন জেলার বিজয়নগর উপজেলার আমানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২১), নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মেহেদী হাসানের ছেলে মোহাম্মদ আলী (১৮), আলমনগর গ্রামের আবুল হাশেমের ছেলে নাসির উদ্দিন (২৪) এবং কসবা উপজেলার শাহপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মিয়াদ (১৬)। এদের মধ্যে নাসির ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার ছাত্রকল্যাণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি বের করার জন্য ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে এসে জড়ো হয়। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ওই কনভেনশন সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!