• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাগেরহাটে এইচএসসি শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০১:০৬ পিএম
বাগেরহাটে এইচএসসি শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

বাগেরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতালের তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা কার্যক্রম শুরু হয়।

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও বাগেরহাট সরকারি মহিলা কলেজের ৫০০ এইচএসসির শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। 

এদিকে টিকা নিতে পেরে পরীক্ষার্থীরা খুশি। তারা জানান, পরীক্ষার আগে টিকা নিয়ে করোনার ঝুঁকি থেকে মুক্ত হচ্ছি। টিকা গ্রহণের পর কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ বকসী জানান, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীরা এ টিকা গ্রহণ করতে পারবে। স্বাস্থ্য বিভাগ  সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। 

বাগেরহাট জেলায় এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য ৭ লাখ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লাখ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৮১ হাজার ৮৭২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত সিনোফার্মার ১০ লাখ ৪৪ হাজার ২০০ টিকা, কোভিশিল্ড ৯৯ হাজার, অ্যাস্ট্রোজেনেকা ১৬ হাজার ৪০০ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা পেয়েছে বাগেরহাট সিভিল সার্জন অফিস। বর্তমানে সিনোফার্মার ১ লাখ ৫৭ হাজার ৪২০ ডোজ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা মজুত রয়েছে।

Link copied!