• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফার্নিচার কারখানায় আগুন, ২ মরদেহ উদ্ধার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৫:৩৫ পিএম
ফার্নিচার কারখানায় আগুন, ২ মরদেহ উদ্ধার
ছবি: সংবাদ প্রকাশ

চট্টগ্রামের পাহাড়তলীতে পিটুপি নামক একটি ফার্নিচার তৈরির কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিটুপি নামক কারখানাটিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।

ফারুক হোসেন শিকদার বলেন, “প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।” 

মো. ফারুক হোসেন বলেন, “কারখানার ভেতরে আটকে দুজন মারা গেছেন। আগুন লাগার পর তারা বের হতে পারেননি।”

তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

এছাড়া নগরীর কর্ণেল হাট এলাকা থেকে সিটি গেইট এলাকা পর্যন্ত পুরাতন জাহাজের পরিত্যক্ত কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ফার্নিচারের অর্ধতাধিক শো রুম ও কারখানা রয়েছে। 

এর আগে এসব ফার্নিচার শো রুমে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

Link copied!