• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৩:০৯ পিএম
প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত

রাজবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় মো. সবুজ প্রামাণিক (৩২) নামের এক যুককের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজবাড়ীর আলাদিপুরের টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. সবুজ প্রামাণিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণার্থী ছিলেন। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভৌডাঙ্গা গ্রামের রতন প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে টিটিসির সামনে রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ প্রামাণিককে মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান জানান, ঘাতক প্রাইভেট কারটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Link copied!