• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘প্রধানমন্ত্রী বলেছেন আমি জেতার মতো লোক’


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৩:৫৮ পিএম
‘প্রধানমন্ত্রী বলেছেন আমি জেতার মতো লোক’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমি জেতার মতো লোক। আমার একটা আত্মবিশ্বাস আছে। 

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে নাসিকের বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, “নাসিকে সাড়ে পাঁচ লক্ষের মতো ভোট আছে। ক্যান্ডিডেট হিসেবে আমি সকলের ভেট চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তৈমূর আলম খন্দকার জেতার মতো লোক। তিনি বিদেশি সাংবাদিকদের কাছে একথা বলেছেন। অতএব আমার একটা আত্মবিশ্বাস আছে।”

সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা আরো বলেন, “আমি সকলের ভোট চাই। কে ভোট দিবে কে দিবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ ভোট দিলে আপনি বাধা দিতে পারবেন না আর কেউ না দিলে আমি তাকে জোর করতে পারব না। এটা সম্মানিত ভোটারদের ইচ্ছা। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই বিশ্বাস নিয়ে আমাকে চলতে হবে।”

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভির প্রধান প্রতিদ্বন্দ্বী তৈমূর আরো বলেন, “বাংলাদেশের জনগণ স্থানীয় নির্বাচন জাতীয় প্রতীকে পছন্দ করে না। আমি সকলের সমর্থন আশা করি। আমার দল ভালো কাজ করেছে। আমাকে নৌকার ভোট পাওয়ার সুযোগ করে দিয়েছে।“ 

Link copied!