পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে।
বুধবার (৫ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে রাতে পাংশা উপজেলা পরিষদ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।
১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে যারা নির্বাচিত—
বাহাদুরপুর ইউনিয়নে মো. সজীব হোসেন (মোটরসাইকেল), যশাই ইউনিয়নে আবু হোসেন খান (নৌকা), হাবাসপুর ইউনিয়নে আল-মামুন খান (চশমা), বাবুপাড়া ইউনিয়নে ঈমান আলী সরদার (নৌকা), মাছপাড়া ইউনিয়নে খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (নৌকা), সরিষা ইউনিয়নে আজমল-আল বাহার (নৌকা), কসবামাজাইল ইউনিয়নে শাহরিয়ার সুফল মাহমুদ (নৌকা), কলিমহর ইউনিয়নে বিলকিস বানু (নৌকা), মৌরাট ইউনিয়নে হাবিবুর রহমান প্রামাণিক (নৌকা), পাট্টা ইউনিয়নে আব্দুর রব মুনা (নৌকা)।