• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৬:৪৪ পিএম
নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে দুই জেলে নিখোঁজ হয়েছেন। 

নিখোঁজরা হলেন- তপন দাস ও তার ছেলে সমীর দাস। তারা পটিয়ার কোলগাঁও এলাকার বাসিন্দা।

রোববার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আনু মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান পরিচালনা করছেন। তবে বিকেল পৌনে ৫টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান বলেন, “ভোরে সংবাদ পেয়ে নৌ-পুলিশের একটি টিম অভিযানে নামে। পরে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে এখনো নিখোঁজ বাবা-ছেলের খোঁজ পাওয়া যায়নি।”

নদীর ওই এলাকায় স্রোতের তীব্রতা বেশি। এছাড়া আবহাওয়ার অবস্থাও ভালো না। এজন্য উদ্ধার অভিযান একটু ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

Link copied!