• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০১:৩৩ পিএম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি না মানায় তিন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে প্রচারণায় একের অধিক মাইক ব্যবহার করা, সাউন্ড বক্স ব্যবহারের কারণে তিন প্রার্থীকে তিন মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তিন প্রার্থীকে তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Link copied!