• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নারী সহকর্মীকে পেটালেন প্রধান শিক্ষক


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ১০:২০ এএম
নারী সহকর্মীকে পেটালেন প্রধান শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ীতে স্কুলের ভেতর নারী সহকর্মীকে পিটিয়েছেন প্রধান শিক্ষক।

রোববার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলী সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক সাইদা ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক আকরম ওই নারী শিক্ষিকাকে বেধড়ক পেটাতে থাকেন। এতে করে ওই শিক্ষিকা গুরুতর আহত হন।

সাইদা ইসলাম বলেন, “প্রত্যয়নপত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করছিলেন প্রধান শিক্ষক আকরম আলী। এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক আমাকে আঘাত করেন।”

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন বলেন, “নারী শিক্ষিকার অভিযোগে প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!