• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তিস্তার পানি বৃদ্ধিতে ফসলের ব্যাপক ক্ষতি


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৮:৫৭ এএম
তিস্তার পানি বৃদ্ধিতে ফসলের ব্যাপক ক্ষতি

চৈত্র মাসেই বেড়েছে তিস্তা নদীর পানি। শনিবার (২৬ মার্চ) থেকে তিস্তার পানি বাড়তে থাকে। সোমবার (২৮ মার্চ) বিকেল পর্যন্ত তিস্তায় সাড়ে তিন হাজার কিউসেক পানি বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাটের তিস্তার চর এলাকার উঠতি মরিচ-পেঁয়াজ, আলু, মিষ্টিকুমড়া, গম, তামাক, ভুট্টাসহ বিস্তীর্ণ চরের কয়েক হাজার একর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হচ্ছে। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

তিস্তার চরের পেঁয়াজ চাষি ফজর আলী বলেন, “চৈত্র মাসে তিস্তার পানি কেন বাড়ল জানা নাই। প্রতিবছরের চৈত্র মাসে এমন পানি আসে না। এ বছর হঠাৎ তিস্তার পানি এলো। আমার প্রায় এক একর আবাদি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।”

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদিন ইসলাম বলেন, “ভারতের গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় গত ৭২ ঘণ্টায় সাড়ে তিন হাজার কিউসেক তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।”

লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ জানান, তিস্তায় পানি বাড়ায় ফসলের ক্ষতি হয়েছে। আবার কিছু ফসলের উপকারও হয়েছে। তবে জেলায় এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
 

Link copied!