পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটসংলগ্ন রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন মুঠোফোনে জানান, তার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২), মহব্বত আলী (৩৫) ও ইফফার আরা (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রধান শিক্ষক রেহানা পারভীন জানান, ১৪ নভেম্বর টেস্ট করে শামীমা পারভীনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ১৬ নভেম্বর স্কুলের বাকি ৭ জন শিক্ষক টেস্ট করতে গেলে আরও দুইজন শিক্ষক মহব্বত আলী ও ইফফাত আরার শরীরে পজিটিভ রিপোর্ট আসে। এ খবর জানাজানি হলে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দেয়। তাই উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তারের অভিভাবক মিরা আক্তার বলেন, “শিক্ষকদের করোনা পজিটিভ খবর জানাজানি হলে সন্তানকে স্কুলে যেতে নিষেধ করি। আমরা ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে উৎকণ্ঠার মধ্য দিন পার করছি।”
করোনায় আক্রান্ত শিক্ষিকা শামীমা আক্তার বলেন, “করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এলে ছুটি নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছি। এখন শারীরিকভাবে কিছুটা ভালো লাগছে।”
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সবাই সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান জানান, তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পরে তারা বিদ্যালয়ে ছুটির আবেদন করেছিল। আপাতত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।
পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, “আমি সঠিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নই। জেলার শিক্ষা বিভাগ এ বিষয়ে ভালো বলতে পারবেন।”