• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১০:৩০ এএম
ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের বিজয়নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোদাগাড়ী দেওয়াপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৬৫) ও তার ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের বিজয়নগর মোড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাবা মৃত্যুবরণ করেন। ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ২টার দিকে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Link copied!