চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ জসীম (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার
বিশ্বরোড মোড়ে অভিযান চালিয়ে জাল রুপিসহ ওই যুবককে আটক করা হয়।
আটক জসীম জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর এলাকার মৃত চাঁন মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) র্যাব-৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাল রুপিসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার
বিশ্বরোড মোড় সংলগ্ন বরেন্দ্র অফিসের নিকট জননী কুরিয়ারের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার সময় অভিযান চালানো হয়। এ সময় জসীম একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগ নিয়ে পালানো চেষ্টা করে। র্যাব তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জসীম দীর্ঘদিন থেকে এমন অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।