ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিটিসি। ফলে পদ্মা নদীর মাঝখানে সাধারণ যাত্রী ও পরিবহন নিয়ে একটি ফেরি আটকা পড়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টা থেকে মাঝ নদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম বলেন, “ঘন কুয়াশার কারণে একটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে। দৌলতদিয়া ঘাট প্রান্তে ৮টি ও পাটুরিয়া ঘাট প্রান্তে ৫টি ফেরি নিরাপদে রয়েছে। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুট বন্ধ থাকায় দৌলতদিয়ায় যাত্রীবাহী নৈশকোচ, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে।”