• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গৃহকর্তাকে হত্যা করতে গিয়ে গৃহবধূকে খুন


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ১২:৫৫ পিএম
গৃহকর্তাকে হত্যা করতে গিয়ে গৃহবধূকে খুন

পাবনার ঈশ্বরদীতে অপমানের প্রতিশোধ নিতে গৃহকর্তাকে হত্যা করতে গিয়ে তাকে না পেয়ে গৃহবধূ শারমিন শিলাকে (৩২) কুপিয়ে হত্যা করেন সুমন আলী (২৫)। 

বুধবার (২২ ডিসেম্বর) রাতে আসামি সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানায়।

অভিযুক্ত সুমন জবানবন্দিতে আরও জানায়, নিহতের স্বামী রানাউর রহমানের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন সুমন আলী। কাজ করার সময় তাকে কথায় কথায় অকথ্য ভাষায় গালাগাল ও চরমভাবে অপমান করতেন রানা। এর প্রতিশোধ নিতে ঘটনার দিন রানার বাড়িতে যান সুমন। এ সময় রানার স্ত্রী সামনে চলে আসায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে শারমিন শিলাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন সুমন। তার চিৎকারে স্বামী রানাউর রহমান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে হামলাকারী। ধস্তাধস্তির এক পর্যায়ে সুমনকে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন রানাউর রহমান। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ।

এ ঘটনায় নিহত শারমিন শিলার বড় ভাই জুয়েল রানা বাদী হয়ে সুমন আলীকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, মামলার একমাত্র আসামি গ্রেপ্তার রয়েছে। সে সুস্থ হলে আদালতের অনুমতি নিয়ে তাকে কারাগারে পাঠানো হবে।

Link copied!