• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গহনাসহ ২ চোরাকারবারী আটক


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৬:৪৮ পিএম
গহনাসহ ২ চোরাকারবারী আটক

চোরাইপথে ভারত থেকে নিয়ে আসা পাঁচ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) গভীর রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের বাবার আলী মোল্লার ছেলে আসাদুর রহমান ও কালিয়ানি গ্রামের মফিদুল মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম জিয়া। 

সাতক্ষীরা ডিবির উপপরিদর্শক মো. মহসীন আলী জানান, চোরাইপথে ভারত থেকে রুপার একটি বড় চালান সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ভারতের তৈরি বিভিন্ন ধরনের রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত পাঁচ কেজি রুপার বাজার মূল্য ছয় লাখ ১৫ হাজার টাকা।

মহসীন আলী আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে চোরাইপথে নিয়ে আসা এ রুপা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Link copied!