সাভারে বিউটি আক্তার (৩০) নামের এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাভার মডেল থানার পরিদর্শক মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এরআগে দুপুরে উপজেলার দক্ষিণপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। বিউটি সিরাজগঞ্জের কাজিপুর থানার চড়পানাগাড়ি গ্রামের বাসিন্দা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রতিবেশীরা ওই নারীকে ডাকতে গিয়ে রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।