• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

গণটিকা নিতে গিয়ে রেলিং ভেঙে আহত ৮ নারী


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৭:২১ পিএম
গণটিকা নিতে গিয়ে রেলিং ভেঙে আহত ৮ নারী

ভোলার লালমোহনে করোনার প্রথম ডোজের টিকা দিতে এসে দোতলা ভবনের রেলিং ভেঙে পরে ৮ নারী আহত হয়েছেন। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের দ্বিতীয় তলায় টিকা দেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়ায়।

আজ প্রথম ডোজ দেওয়ার শেষদিন এই ভেবে টিকাগ্রহণকারীদের সংখ্যা বেড়ে যায়, এ সময় মানুষের চাপে রেলিং ভেঙে পরে।

আহতরা হলেন রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম (৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম (৪০) ও রোকসানা বেগম (৩৬)।

এলাকাবাসী জানান, গণটিকার কেন্দ্র হওয়ায় ওই ইউনিয়ন পরিষদ ভবনে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ টিকা নিতে আসেন। এ সময় টিকা প্রত্যাশীদের ভিড়ে ভবনের রেলিং ভেঙে আটজন আহত হন। 

এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, “জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।” 
 

Link copied!