• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় মহাসড়কে চাঁদাবাজি, আটক ২৭


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১২:২৫ পিএম
কুমিল্লায় মহাসড়কে চাঁদাবাজি, আটক ২৭

কুমিল্লার বিভিন্ন উপজেলায় সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজ চক্রের ২৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন।

এর আগে রোববার (১৯ ডিসেম্বর) জেলার আদর্শ সদর, বুড়িচং, বরুড়া, দেবীদ্বার, লাকসাম, মুরাদনগর  ও ব্রাহ্মণপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়ার তোফাজ্জল হোসেন (৩২), কাজি মো. আল মামুন (২৮), টিপু সুলতান (২৮), আসাদুল (২২), দেবীদ্বার উপজেলার মবিন (২১), মফিজুল ইসলাম (২৮), ইব্রাহিম খলিল (২৫), আরমান (১৯), ইব্রাহিম হোসেন (৩০), শহিদুল হোসেন, সাদ্দাম হোসেন (২৭), বরুড়া উপজেলার শাহজাহান (৪৪), সোহেল হোসেন (৩২), মহিন উদ্দিন (৩২), আবুল কালাম আজাদ (৩২), সদর দক্ষিণ উপজেলার সবুজ (১৯), বুড়িচংয়ের রাকিব হোসেন (২৩), মামুনুর রশিদ (৩২), ওহিদ মিয়া (৫০), রুবেল (৩২), জালাল হোসেন (৩১), নূর উদ্দিন (৩২), শফিকুল ইসলাম রুবেল (২৫), জাহিদ (২৬), মোস্তফা (৩২), শরীফ (৩১), ফারুক (২৮), মুরাদনগরের শাহ আলম (২৬)।

র‌্যাবের অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা বিভিন্ন সড়ক-মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপারদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে।”

সাকিব হোসেন আরও বলেন, “এ সময় আটকদের কাছ থেকে চাঁদা আদায়ের ৮৫ হাজার ১৫০ টাকা ও ৩২৫টি টাকা আদায়ের রসিদ জব্দ করা হয়েছে।”

Link copied!