• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লায় টিকা পেয়েছে ৭০ শতাংশ মানুষ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৩:২৭ পিএম
কুমিল্লায় টিকা পেয়েছে ৭০ শতাংশ মানুষ

কুমিল্লা জেলায় করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে ৭০ শতাংশ মানুষ। বুধবার (২ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, এক বছরে জেলার ৭০ ভাগ মানুষকে করোনা টিকার প্রথম ডোজের আওতায় আনার একটি মাইলফলক অর্জিত হয়েছে। গণটিকায় ৩ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। বছর শেষে ৩০ হাজার মানুষকে বেশি টিকা দেওয়া হয়েছে। মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে যে হারে টিকা নিয়েছে, কুমিল্লার শতভাগ মানুষকে দ্রুত টিকার আওতায় সহজে আনা যাবে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। তবে যারা এখনো টিকা নেয়নি, তাদের নিবন্ধন করে টিকার জন্য আসার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কুমিল্লায় সবচেয়ে বেশি টিকা নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বিভিন্ন উপজেলাও টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ করেছে।

মীর মোবারক হোসাইন আরও জানান, টিকাগ্রহীতাদের মধ্যে বেশির ভাগই ১৮ থেকে ৪৫ বছর বয়সী। বিদেশগামীদের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ বেশি। তবে স্কুলশিক্ষার্থীরাও অধিকাংশ টিকার আওতায় এসেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারা টিকার আওতায় নিবন্ধন করে আসতে পারেনি, তাদের জন্য গণটিকা কাজে এসেছে।

এদিকে জেলায় করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে।

Link copied!