• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা মা-ছেলের কারাদণ্ড


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৯:৫৫ পিএম
ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা মা-ছেলের কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা নারীকে ৬ এবং তার ছেলেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ২৮ জুলাই বেলা ২টার দিকে টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউসের পূর্ব পাশে অভিযান চালিয়ে ৩ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে বিজিবি। তারা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর দলিয়া পাড়ার মোজাব্বর আহম্মদের স্ত্রী নুনু (৬০) এবং তার ছেলে মোহাম্মদ ইউনুস (৩০)। এ বিষয়ে ২ বিজিবির নায়েক সুবেদার গুরুপদ বিশ্বাস বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা করেন।

Link copied!