• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আড়াই মণ ওজনের বাঘাইড়ের দাম দেড় লাখ টাকা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৮:৫৫ পিএম
আড়াই মণ ওজনের বাঘাইড়ের দাম দেড় লাখ টাকা

সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য আড়াই মণ ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে। মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) মধ্যরাতে সুরমা নদীতে এই বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। বুধবার (১২ জানুয়ারি) সিলেটের লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মো. বেলাল মিয়া। তিনি পুরো মাছটির দাম হাঁকেন দেড় লাখ টাকা।

এদিকে, খবর পেয়ে বিশালাকারের বাঘাইড়টি দেখতে লালবাজারে লোকজন ভিড় করছিলেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।

মাছ বিক্রেতা বেলাল মিয়া জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি লামাকাজি বাজারের এক জেলের কাছ থেকে তিনি ৮৫ হাজার টাকায় কিনে আনেন। সে হিসেবে মাছটি বিক্রির জন্য দেড় লাখ টাকা দাম চাইছেন। ১ লাখ বা ১ লাখ ২০ হাজার টাকা পেলে তিনি মাছটি বিক্রি করে দেবেন।

বেলাল মিয়া আরও জানান, মাছটি একত্রে বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার সকালে কেটে মাছটি বিক্রি করবেন। সে হিসেবে কেজিপ্রতি দাম পড়বে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। কেজি হিসেবে মাছ নিতে এরই মধ্যে দুইজন নাম লিখিয়েছেন বলেও জানান তিনি।

Link copied!