নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২ মার্চ) সকালে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে মামলা করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আবু নাঈম (২৫) ও শাহরিয়ার রানা (২২)। তাদের কাছ থেকে জিহাদী বই, কম্পিউটার, ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার সকালে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়া গ্রামে আনসার-আল-ইসলামের গোপন বৈঠক চলছে, এমন সংবাদে বেতবাড়িয়া গ্রামের মাসুদ মিয়ার বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও নাঈম ও রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গ্রেপ্তার দুইজন আনসার-আল-ইসলাম খুলনার দাওয়াতি শাখার সঙ্গে যুক্ত। শাহরিয়ার রানা সংগঠনটির খুলনা শাখার কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদুর রহমান জানান, র্যাব মামলা করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।