তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “আওয়ামী লীগ একটি স্ফুলিঙ্গের নাম। এই স্ফুলিঙ্গের বিস্ফোরণে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে, ইতিহাস রচিত হয়েছে।”
রোববার (৬ ফেব্রুয়ারি ) সকালে সিরাজগঞ্জ শহরের এম মুনসুর আলী অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, “দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র না করলে উন্নয়নের ঝড় আরও বেগবান হতো। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজ নামে যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে কলাম লিখেছেন, তিনি এর মাধ্যমে জিএসটি সুবিধা বাতিল চেয়েছে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্যাডে চিঠি লিখে বিদেশিদের বাংলাদেশকে সুবিধা প্রদান বন্ধের অনুরোধ করেছেন। এটি প্রকাশ হওয়ার পর আবার সংবাদ সম্মেলন করে তা অস্বীকার করেছেন। কিন্তু সরকার বিএনপির এই ষড়যন্ত্রের দলিল উপস্থাপন করেছে।”
ড. হাছান বলেন, “বাংলাদেশ উন্নয়নের জোয়ারে বিশ্ব নেতারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এতে দেশের মুখ উজ্জল হয়েছে। মুখ কালো করেছে শুধু ওই ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশে জনগণের গড় মাথাপিছু আয় দুই হাজার ৫৫৪ ডলার। কিন্তু দেশের অন্তত দুই কোটি মানুষের মাথাপিছু আয় প্রায় ১০ হাজার মার্কিন ডলার। এই সংখ্যা আরো বাড়বে। আগামী ২০৩১ সালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত এ্যাড কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।