• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অনুকূল ঠাকুর ধামে দুই দিনের উৎসব শুরু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৮:৩৯ এএম
অনুকূল ঠাকুর ধামে দুই দিনের উৎসব শুরু

পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদ থাকেন। তারা নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে পালন করতে পারেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ধামে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. শ্রী রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রিন্স বলেন, “বর্তমান সরকার জনগণের জীবনমালের নিরাপত্তার পাশাপাশি অভূতপূর্ব উন্নয়ন করে দেশকে বিশ্বের রোল মডেল দেশগুলোর তালিকায় নিয়ে গেছেন। দেশের সার্বিক উন্নয়ন আর জীবনমান গতিশীল রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।”

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ঢাকা কেরানীগঞ্জের আশানন্দ মণ্ডল, নড়াইলের ব্যবসায়ী নীলাংশু শেখর সরকার, সিলেটের চন্দন কুমার সাহা, কুষ্টিয়ার মোহিত বিশ্বাস, হিমাইতপুর ধামের সাংগঠনিক সম্পাদক, কুমিল্লার দীলিপ পোদ্দার, চট্টগ্রামের সজীব সিংহ রুবেল, প্রধানমন্ত্রী কার্যালয়ের হাউজ কিপিং ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর কমল সেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ধামের ভারপ্রাপ্ত সম্পাদক রঞ্জন কুমার সাহা। পরিচালনায় ছিলেন ডক্টর নরেশ চন্দ্র মধু ও সঞ্চালনায় ছিলেন তাপস চন্দ্র বর্মণ।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বাউল রথীন মিত্র। রাতে রথীন মিত্রের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া অতিথিদের পুষ্পস্তবক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Link copied!