• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অধ্যাপক সেলিমের লাশ পাঠানো হলো ঢামেকে


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৮:০২ পিএম
অধ্যাপক সেলিমের লাশ পাঠানো হলো ঢামেকে

ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক সেলিম হোসেনের লাশ।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সেলিমের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গ থেকে লাশ অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

সকালে কুমারখালী উপজেলার বাঁশগ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলনের কাজ তদারকি করেন কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বিশ্বাস, কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে লাশ উত্তোলনের কথা ছিল তবে আলো স্বল্পতার কারণে সম্ভব হয়নি। 

Link copied!