• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ২৬০


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৪:০৪ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ২৬০
ছবি : সংগৃহীত

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রিপন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। একই সময়ে নতুন করে আরও ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রিপন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সোমপুর এলাকার বাসিন্দা। তিনি বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬০ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৩২ জন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৬ ডেঙ্গু রোগী।

Link copied!