• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

কুরিয়ারের মাধ্যমে গাঁজা নেওয়ার সময় যুবক আটক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৭:০৩ পিএম
কুরিয়ারের মাধ্যমে গাঁজা নেওয়ার সময় যুবক আটক
৫ কেজি গাঁজাসহ যুবক আটক। ছবি : সংগৃহীত

নাটোর শহরে একটি কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা ডেলিভারি নেওয়ার সময় সুমন প্রামাণিক (২০) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে শহরের কানাইখালী এলাকার কুরিয়ার সার্ভিস থেকে গাজার ডেলিভারি নিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।

সুমন পাবনা সদরের দোগাছি ইউনিয়নের দিয়াররাজাপু গ্রামের আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার একটি দল সকাল থেকে নাটোর শহরের কানাইখালী জননী কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে দুপুর ৩টার দিকে ৫ কেজি ওজনের গাঁজার একটি প্যাকেট ডেলিভারি নেওয়ার সময় হাতেনাতে সুমনকে আটক করা হয়। এ ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তবে সুমন গণমাধ্যমকে বলেন, “তাকে বলা হয়েছিল তোমার নামে নাটোর জননী কুরিয়ারে একটি প্যাকেট আসবে। প্যাকেটটি তুমি ডেলিভারি নেবে, এ জন্য তোমাকে দুই হাজার টাকা দেওয়া হবে।” তবে কে তাকে প্যাকেটটি পাঠিয়েছে তা জানাতে পারেননি তিনি।

Link copied!