ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুজন বেপারী (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিঁয়াজখালি নতুন ডাঙ্গী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুজন বেপারী ওই গ্রামের আমান বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন সুজনকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা মরদেহটি মাটিতে নামান।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।