• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৭:১৮ পিএম
পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় সুফল বিশ্বাস (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুফল বিশ্বাস লোহাগড়া উপজেলার কল্যানপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সুফল বিশ্বাস নিজ জমির পাট কেটে জাগ দেওয়ার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে কল্যানপুর শ্মশানঘাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষের কয়েকজন হাতুড়ি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সুফল বিশ্বাসের সঙ্গে গত বছর একই গ্রামের রোস্তম মোল্যার মেয়ে রিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ঘটনায় মামলা হলে ৭ মাস কারাগারে ছিলেন সুফল বিশ্বাস। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াতেন। স্থানীয় কয়েক জনের আশ্বাসে মাস খানেক আগে তিনি গ্রামে ফেরেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, পূর্ব শক্রতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। খুলনা থেকে লাশ ময়নাতদন্ত শেষে লোহাগড়ার লাহুড়িয়ার কল্যানপুর গ্রামে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!