• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভোলায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৮:০৯ পিএম
ভোলায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ভোলায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মো. সবুজ ওরফে জুয়েল মোল্লাকে (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল মোল্লা বাগেরহাটের মংলা থানা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলি গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশকে দেখে রাস্তা থেকে দৌঁড়ে এক বাড়িতে ঢোকে পরেন জুয়েল মোল্লা। পরে তাকে বাড়ির পেছন থেকে একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ১৫ সেপ্টেম্বর ভোলায় অস্ত্র ও গুলি নিয়ে আসার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Link copied!