যশোরের শার্শায় অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপসহ মনিরুল ইসলাম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার জামতলা-বালুন্ডা সড়কের টেংরা মাকড়ার বিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রইচ আহমেদ জানান, গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও এক জোড়া হ্যান্ডকাপ জব্দ করা হয়। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।