• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

কমছে যমুনার পানি, শঙ্কামুক্ত হচ্ছেন পাড়ের মানুষ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৭:৫০ পিএম
কমছে যমুনার পানি, শঙ্কামুক্ত হচ্ছেন পাড়ের মানুষ

সিরাজগঞ্জে যমুনা নদীতে টানা ১০ দিন ধরে পানি বৃদ্ধির পর কমতে শুরু করেছে। ফলে এ দফায় বন্যার আশঙ্কা থেকে মুক্ত হচ্ছে যমুনা পাড়ের মানুষ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭১ মিটার। গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩৯ মিটার। গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যমুনার পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে কমবে। তাই এ দফায় বন্যার হওয়ার কোনো আশঙ্কা নেই।
 

Link copied!